আজ- শনিবার | ৩ জানুয়ারি, ২০২৬
১৯ পৌষ, ১৪৩২ | সকাল ৬:৪৬
৩ জানুয়ারি, ২০২৬
১৯ পৌষ, ১৪৩২
৩ জানুয়ারি, ২০২৬, ১৯ পৌষ, ১৪৩২

কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত এক আহত ৮

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এতে অন্তত ৮ জন আহত হন। শুক্রবার(১২ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে দুটি পৃথক দুর্ঘটনা ঘটে। নিহত মাইক্রোবাস চালক ফজর আলী পাবনা জেলার বেড়া উপজেলার বাসিন্দা । দুর্ঘটনার ফলে মহাসড়কে এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত প্রায় ৮ কিমি যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে মহাসড়কে কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামকস্থানে ঢাকাগামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক ফজর আলী নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসের পাঁচ যাত্রী আহত হয়।
অপরদিকে, একই স্থানে প্রায় একই সময় ঢাকাগামী একটি টমেটো ভর্তি ট্রাক অপর একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসের তিন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধুসেতুু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আছাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়