আজ- শুক্রবার | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
৪ আশ্বিন, ১৪৩২ | রাত ৩:৫৮
১৯ সেপ্টেম্বর, ২০২৫
৪ আশ্বিন, ১৪৩২
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন, ১৪৩২

এলেঙ্গায় প্রতারকের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন

এলেঙ্গা প্রতিনিধি:

টাঙ্গাইলের এলেঙ্গায় প্রতারকের কবল থেকে রক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সচেতন জনসাধারণ। রোববার(১৭ আগস্ট) দুপুরে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের পাশে এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে ওই কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় ভুক্তভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

 

 

 

 

 

মানববন্ধন চলাকালে এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক মাছুদুর রহমান মিলন।

 

 

 

 

 

 

 

একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টন, এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আহমেদ। এছাড়া আরো একাত্মতা ঘোষণা করেন, জাতীয় পার্টি কালিহাতী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রাজ্জাক, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আজম মোল্লা, এলেঙ্গা পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলামিন মিয়া, জেলা ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান, হৃদয় মোল্লা, টাঙ্গাইল জেলা হকার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ মোল্লা, আলমগীর, গাজিউর রহমান গাজী প্রমুখ।

 

 

 

 

 

 

 

বক্তারা বলেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা পৌরসভা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসা ও ছেলে-মেয়ের পড়াশোনা করানোর জন্য স্থানটি বেছে নেওয়া হয়। এখান থেকে দেশের যেকোন প্রান্তে যাওয়া যায়।

 

 

 

 

 

বক্তারা বলেন, কিছুদিন পূর্বে মতিউর নামে এক ব্যক্তি পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের আত্মীয় পরিচয়ে এলেঙ্গায় এসে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। কিছুদিন পর থেকে মতিউর এনজিও ব্যবসায়ী ও সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও প্রতারণা শুরু করে। পরে প্রকাশ পায় তিনি একজন মানব পাচারকারী আদম ব্যবসায়ী।

 

 

 

 

 

স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতিনিধি, রাজনীতিক, ছাত্র সমন্বক প্রতিনিধিদের ভুল বুঝিয়ে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে। সেই সখ্যতার সুযোগে মতিউর বিভিন্ন সময় নানা প্রতারণার ফাঁদ পেতে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বক্তারা অবিলম্বে ওই চাঁদাবাজ, আদম ব্যবসায়ী মতিউর গংদের আইনের আওতায় এনে পৌরবাসীকে প্রতারণার হাত থেকে রক্ষার দাবি জানান।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়