আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  দুপুর ২:৩৮

কালিহাতীতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে খরিপ-২(২০২০-২১) মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ, রাসায়নিক সার এবং স্বল্প ও মধ্য মেয়াদি শাকসবজির বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার(২১ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি ওই সার ও বীজ বিতরণ করেন।

কালিহাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী, ভাইস চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার।


প্রকাশ, ৯০০ জন কৃষকের মাঝে শাকসবজির বীজ ও ২০০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno