দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বুধবার(৬ সেপ্টেম্বর) দুপুরে নৌকাসহ ৯টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু নাসার উদ্দিন, টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মাসুম প্রধান এবং শাহরিয়ার রহমান।
জানাগেছে, যমুনা নদীতে ড্রেজার মেশিন বন্ধ করার লক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসকের নির্দেশমতে গড়িলাবাড়ী, বিনোদ লুহুরিয়া এলাকায় ড্রেজার মেশিনের চালক ও নৌকার মাঝিদের না পাওয়ায় নৌকাসহ ৯টি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পুলিশ ও র্যাবের বিশেষ টিম উপস্থিত ছিল এবং এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসার উদ্দিন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন চালানোর সময় চার জনকে আটক করে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সে সময় দ্রুততম সময়ের মধ্যেই সকল ড্রেজার মেশিন অপসারণ করার নির্দেশ প্রদান করেছিলেন তিনি।