আজ- ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১১:১৯

কালিহাতীতে প্রতিপক্ষের হামলায় আহত ৭

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগমারী পাথাইলকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রোববার(২৬ এপ্রিল) সকালে প্রতিপক্ষের হামলায় ৭ ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় ইউসুব ও নুরনবী নামে দুই হামলাকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

আহতরা হচ্ছেন- মো. শাহ আলম(৩৮), জুয়েল(২৫), আ. বাছেদ(৪০), আবেদ আলী(৬০), নুর ইসলাম(৫৫), মোরছালিন(২০) ও আব্দুল আলীম(৩৮)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাগেছে, কাগমারী পাথাইলকান্দি গ্রামের মৃত মনসুর রহমানের ছেলে মো. শাহ আলমদের সাথে প্রতিবেশি মৃত হযরত আলীর ছেলে ফজলুল হক ও আমীর আলীদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরে রোববার সকালে ফজলুল হক(৫৫), আমীর আলী(৬০), আক্তার হোসেন(৪০), মোস্তফা(৩৫), শাহীন(১৯), মজিবর(৩৫) গংরা দা, লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষ মো. শাহআলমের বাড়িতে হামলা চালায়। হামলায় উল্লেখিত ৭ ব্যক্তি আহত হয়।

এ সময় প্রতিপক্ষের পাল্টা হামলায় ফজলুল হক ও আমীর আলীও আহত হয়। আহতদের কালিহাতী উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত মো. শাহআলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে রোববার সকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফজলুল হক ও আমীর আলীর নেতৃত্বে ১৬-১৭ ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালায়। তারা বাড়ি-ঘরের ক্ষতিসাধন করে এবং তাদের হামলায় তিনি সহ ৭জন আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয় একটি সূত্র জানায়, হামলাকারীরা চলে যাওয়ার সময় মো. শাহআলমদের পাল্টা হামলায় ফজলুল হক ও আমীর আলী আহত হয়েছেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন জানান, এ ঘটনায় মো. শাহআলম বাদী হয়ে ১৬জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। হামলার অভিযোগে কাগমারী পাথাইলকান্দি গ্রামের মো. হাবেল মিয়ার দুই ছেলে ইউসুব ও নুরনবীকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno