আজ- ২৪শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১:২৮

কালিহাতীতে বসত ঘরে সাপের বাসা!

 

কালিহাতী সংবাদদাতা:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামে একটি বসত ঘরে সাপের বাসায় ছোটবড় ১৭ টি দারাজ সাপ পাওয়া গেছে। ওই ঘরেই ঘড়িয়া গ্রামের স্কুল শিক্ষক আব্দুল মজিদ স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন।

একটি সাপ মেরে ফেলার পর একে একে বাকি সাপগুলো বের হয়ে আসে। পরে সেগুলোও মেরে ফেলা হয়।

ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ বলেন, কয়েকদিন আগে রাতে আমি সোফায় বসেছিলাম। হঠাৎ দেখতে পাই একটি বিশাল আকৃতির সাপ দরজা দিয়ে ঘর থেকে বাইরে যাবার চেষ্টা করছে। ভয়ে ভয়ে সেই সাপটি মেরে ফেলি।

একই ঘরে গত শনিবার(১৩ জুন) সন্ধ্যার পর দেখি খাটের কাছে কি যেন জ্বল জ্বল করছে। টর্চ লাইট দিয়ে আরো একটি সাপ দেখতে সেটিও মেরে ফেলি।

তিনি আরো বলেন, রোববার(১৪ জুন) ঘরের মেঝে ভেঙে এবং খাট-আসবাবপত্র সরানো পর গর্তে ছোট বড় আরো ১৫টি সাপ পাওয়া যায়। সারাদিন সাপগুলো এলাকার লোকজন নিয়ে মেরে ফেলা হয়েছে।

একটি সাপ প্রায় ৬ ফুট লম্বা ছিল। বাড়ির আশপাশের লোকজন এ ঘরে আরো সাপ আছে বলে সন্দেহ করছে। সাপের ভয়ে আমরা এখন অন্য ঘরে বসবাস করছি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno