আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৯:০৬

কালিহাতীতে মাদ্রাসার ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা ইপিআর মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানার তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার(৩০ নভেম্বর) বিকালে মাদ্রাসা সংলগ্ন এলেঙ্গা পৌর ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. হাছান ইমাম খান সোহেল হাজারি।

এলেঙ্গা ইপিআর মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা গোলাপের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী বিকম, এলেঙ্গা পৌর মেয়র নুর-এ-আলম সিদ্দিকী, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, এলেঙ্গা ইপিআর মদিনাতুল উলুম মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক বেল্লাল মোল্লা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno