আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:৩৭

কালিহাতীতে মেয়র পদে আ’লীগের মনোনয়ন পেতে গণমিছিল

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন পেতে বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকার গণমিছিল করেছেন।

মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে গণমিছিলটি পৌরসভার উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ওই বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

পৌরবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত সমাবেশে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মিন্টু সরকার বলেন, করোনা ভাইরাসের সময় গণমানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি নেতা হতে আসিনি পৌরবাসীর সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট ও ব্রিজ-কালভার্ট নির্মাণ করে পৌরসভার উন্নয়ন করবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রাপ্তদের কার্ড বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

জনগণ আমাকে চায় বলে আমি মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, আমি আওয়ামীলীগের মনোনয়ন পেলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কালিহাতীর উন্নয়নের মহানায়ক এমপি হাছান ইমাম খান সোহেল হাজারিকে কালিহাতী পৌরসভার মেয়রের চেয়ারটি বিপুল ভোটে বিজয়ী হয়ে উপহার দিতে পারবো।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য সচিব সায়েম মল্লিক মিলন,

পৌরসভার ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল হক, স্থানীয় নেতা আব্দুস সাত্তার সওদাগর সহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno