দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে শনিবার(২৬ অক্টোবর) সকালে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত আরিফুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশারফ হোসেন জানান, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার নিজ বাসা থেকে আরিফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ঢাকায় ফিরছিলেন।
https://youtu.be/W0TrVy-aA1c
এসময় মহাসড়কে কালিহাতী উপজেলার সল্লা নামক স্থানে পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।