আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৩:৩০

কালিহাতীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ৩৪৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২)। রোববার(৭ মে) দুপুরে মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


আটককৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরহামজানী গ্রামের মৃত রহিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে খাদেমুল ইসলাম ভূঁইয়া(৬০) এবং সিরাজগঞ্জ জেলার চরবনবাড়ীয়া গ্রামের মৃত জয়নুল আবেদীনের ছেলে আব্দুল রশিদ পল্টু(৫০)। এসময় তাদের কাছ থেকে ৩৫ লাখ টাকা মূল্যের ৩৪৬ গ্রাম হেরোইন ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।


র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মো. আবুল হাসেম সবুজের নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ টিম টাঙ্গাইল জেলার মেসার্স কালিহাতী সুপার এগ্রো ফুডের সামনে অভিযান চালিয়ে ৩৪৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।


র‌্যাব-১২ আরও জানায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক বিকিকিনি করছিল। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno