আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:৩৯

ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

 

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের ঘাটাইলে ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(১২ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আরজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পি, সাবেক

ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন, দিগড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রসুলপুর ইউপি চেয়ারম্যান

এমদাদুল হক সরকার, পৌর কমিশনার কবির হোসেন, দেউলাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হারুন অর রশীদ খান প্রমুখ অংশ নেন। এছাড়া একই দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলনও করে।

বিক্ষোভ মিছিলটি পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘাটাইল ট্রাক মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মিলিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহানের উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে হামলাকারীদের গ্রেফতার করতে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।

উল্লেখ্য, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহানের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদি হয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) ঘাটাইল থানায় তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno