আজ- ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:৪১

ঘাটাইলে ভিপি রুবেলের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ফেসবুকে ঝড়

 

দৃষ্টি নিউজ:

ঘাটাইল জিবিজি কলেজের ভিপি আবু সাঈদ রুবেল(ভিপি রুবেল) সহ তিন জনের নামোল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে অভিযুক্ত করে ১০ নভেম্বর(মঙ্গলবার)

ঘাটাইল থানায় দায়েরকৃত মামলাটি মিথ্যা, সাজানো ঘটনা উল্লেখ করে প্রত্যাহার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

অপরদিকে, অনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ শাজাহান উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১২নভেম্বর) মানববন্ধন করেছে স্থানীয়রা।

ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন তার ফেসবুক আইডিতে প্রকাশ করেন, সময়ের সাহসী সন্তান, রাজপথের লড়াকু সৈনিক, সৎ, অন্যায়ের বিরুদ্ধে

আপোষহীন, ন্যায়-নীতি পরায়ন, আর্দশবান ঘাটাইল জিবিজি কলেজের ছাত্র সংসদের ভিপি আবু সাইদ রুবেল (ভিপি রুবেল) এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিওিহীন মামলার প্রত্যাহার চাই।

রাজনীতিতে হিংসা-প্রতিহিংসা থাকবে, তাই বলে মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে বঙ্গবন্ধুর সৈনিককে ‘কেউ দাবায়ে রাখতে পারবেনা’- সত্যের জয় হবেই ইনশাআল্লাহ।

ছাত্রলীগ নেতা ফিরোজ সিকদার আলভী তার ফেসবুক আইডিতে লেখেন, অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, নীতিবান, আদর্শবান ছাত্রনেতা ভিপি রুবেল ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা,

বানোয়াট ও ভিত্তিহীন মামলার প্রত্যাহার চাই। না হলে ঘাটাইল উপজেলা অচল করতে উপজেলা ছাত্রলীগ সর্বদা প্রস্তুত।

রাহাদুল নামে এক ছাত্রলীগ কর্মী লেখেন, সময়ের সাহসী সন্তান, রাজপথের লড়াকু সৈনিক, বারবার কারা নির্যাতিত নেতা, অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন, হাজার হাজার

ছাত্রলীগ কর্মীর শেষ আস্থা, প্রিয় নেতা, রাজনৈতিক অভিভাবক ভিপি রুবেল ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার চাই।

নাসির উদ্দিন, এমএইচ শাহীন, রাফসানা সাইফ সন্ধি, সাব্বির হোসাইনসহ ছাত্রলীগ নেতাকর্মীদের ফেসবুক আইডি থেকে আবু সাঈদ রুবেলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা করা হয়েছে’ দাবি করে মামলা প্রত্যাহার চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno