আজ- ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ২:৫৮

চলন্ত বাসে ছিনতাইকালে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আটক

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে শনিবার(২৭ এপ্রিল) দুপুরে এলেঙ্গা বাসস্ট্যান্ডে কুষ্টিয়াগামী একটি চলন্ত বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে ডিবি পরিচয়ধারী আবু তালেব নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যকে আটক করেছে পুলিশ। ঢাকা থেকে কুষ্টিয়াগামী সুপার ডিলাক্স এসবি পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে ওই অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে আটক করা গেলেও তার অপর পাঁচ সঙ্গী পালিয়ে যায়। আটককৃত অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেব গাজীপুর জেলার আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকার খন্দকার নুরুল ইসলামের ছেলে। ২০১৩ সালে রংপুর ক্যাণ্টনমেন্ট থেকে সেনা সদস্য আবু তালেব অবসর গ্রহণ করেন।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী সুপার ডিলাক্স এসবি পরিবহনের ওই বাসটি আশুলিয়া এলাকায় পৌঁছলে দুটি মাইক্রোবাসযোগে ডিবি পরিচয়ধারী পাঁচ ব্যক্তি বাসটি থামিয়ে ভেতরে প্রবেশ করেন। ডিবি পরিচয়ধারী ওই ব্যক্তিরা কুষ্টিয়ার ১০-১২ জন গরু ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী দাবি করে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন। পরে ওই গরু ব্যবসায়ীদের জোরপূর্বক নামানো চেষ্টাকালে গাড়ির চালক ও সুপারভাইজার ‘ডিবি পুলিশ’ নিশ্চিতের দাবি জানালে ডিবি পরিচয়ধারীদের চার ব্যক্তি দ্রুত লাফিয়ে বাস থেকে নেমে যান। তবে কুষ্টিয়াগামী গাড়ির চালক কৌশলে ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী চক্রের সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেবকে নিয়ে বাসটি দ্রুত চালিয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে থামান। এ সময় ওই চালক বিষয়টি কালিহাতী পুলিশকে অবগত করেন। এ সংবাদের ভিত্তিতে পুলিশ অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তালেবকে আটক করে কালিহাতী থানায় নিয়ে যায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno