আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | দুপুর ১২:০৬
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

জনতার মুখোমুখি টাঙ্গাইল-৫ এর ৬ প্রার্থী

দৃষ্টি নিউজ:


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের এমপি প্রার্থীরা জনগণের মুখোমুখি অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। রোববার(২৩ ডিসেম্বর) বিকালে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক(সুজন) আয়োজিত এ মুখোমুখি অনুষ্ঠানে টাঙ্গাইল-৫ (সদর) আসনের আওয়ামীলীগ, বিএনপির প্রার্থীসহ বিভিন্ন দলের ৬জন প্রার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক মঞ্চে দাঁড়িয়ে প্রার্থীরা জনতার উদ্দেশে হাত তুলে সংহতি প্রকাশ করেন। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনেরও আহ্বান জানান প্রার্থীরা।
টাঙ্গাইল জেলা সুজনের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, বিএনপির মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জাতীয় পার্টি (এরশাদ) পীরজাদা শফিউল্লাহ আল মুনির, বিএনএফের শামীম আল মামুন, এনপিপি’র আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার ছানোয়ার হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সুজনের সহ-সভাপতি হারুন অর রশিদ, সুজনের আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, জেলা সুজনের সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ, ভূঞাপুর উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়