আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৪:৩২

টাঙ্গাইল থিয়েটারের নাটক ‘অন্ধকার থেকে আলোয়’ মঞ্চস্থ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল থিয়েটারের প্রযোজনা ও জেলা শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় পথনাটক ‘অন্ধকার থেকে আলোয়’ মঞ্চস্থ হয়েছে।

টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বুধবার(৯ মার্চ) সন্ধ্যায় বিশিষ্ট নাট্যকার রতন দত্তের রচনা ও নির্দেশনায় ওই পথনাটক মঞ্চায়িত হয়।


‘অন্ধকার থেকে আলোয়’ নাটকের অভিনয় শিল্পীরা হচ্ছেন- ইশতিয়াক রাজা, শাহ্ রনি বিল্লাহ, মোস্তাফিজুল হক, শাহ্ মো. ইছরাইল বিল্লাহ, সোহাগ আক্তার, আলী হাসান, পরিতোষ কর্মকার, আতিকুল আলম চপল, সৈয়দা আয়শা সুলতানা জলি, আইরিন আক্তার, লিজু বাউলা, হৃদয়, আলম, সেলিম, হারুন ও বীরমুক্তিযোদ্ধা দল।

প্রকাশ, মুজিব শতবর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন উপলক্ষে শিল্পকলা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সদস্যভুক্ত নাট্য সংগঠন সমূহ ৬৪ জেলায় ৩৫০টি নাটক মঞ্চায়ন করছে। এরই অংশ হিসেবে টাঙ্গাইল থিয়েটার ‘অন্ধকার থেকে আলোয়’ নাটকটি মঞ্চায়ন করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno