আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৫:৪৬

টাঙ্গাইল সদরে এক চিকিৎসক করোনায় আক্রান্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নতুন করে আব্দুল্লাহ আল মুনসুর নামে এক চিকিৎক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি পরিবার নিয়ে শহরের প্যাড়াডাইসপাড়ায় বসবাস করেন। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন। তার স্ত্রীও একজন চিকিৎসক বলে জানাগেছে।

বৃহস্পতিবার(৩০ এপ্রিল) সকালে আক্রান্ত ওই চিকিৎসকের ভাড়াবাসা সহ ৬টি বাড়ি উপজেলা প্রশাসন লকডাউন করেছে। এ নিয়ে জেলায় মোট ২৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হল।

টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়, আক্রান্ত ব্যক্তি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের সাহকারী সার্জন। কিছুদিন আগে তাকে প্রেষণে টাঙ্গাইল সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়। তার গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলায় হলেও তিনি টাঙ্গাইল পৌরসভার প্যারাডাইস পাড়ায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।

এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামাপদ রায় বলেন, গত ক’দিন ধরে ওই চিকিৎসকের মাথা ও শরীরে ব্যথা এবং একই সাথে শরীর অত্যন্ত দুর্বল ছিল। তাই মঙ্গলবার(২৮ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করে বুধবার(২৯ এপ্রিল) ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে ওই রিপোর্টের ফলাফলে করোনা পজেটিভ আসে।

ডা. রামাপদ রায় আরো জানান, আক্রান্ত ওই চিকিৎসক সরাসরি কোন রোগী দেখেননি। তিনি করোনায় নমুনা সংগ্রহের দায়িত্বে থাকলেও কোন নমুনা সংগ্রহ করেননি। আক্রান্তের বাড়ি এরই মধ্যে লকডাউন হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো ওয়াহীদুজ্জামান জানান, বুধবার(২৯ এপ্রিল) জেলা থেকে মোট ১০৫টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে একজনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪জন। এরমধ্যে এক নারী ও পুরুষের মৃত্যু হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno