আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:১৭

টাঙ্গাইলে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার(২১ ফেব্রুয়ারি) অমর একুশে ও ৭০তম শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল- দেশাত্ববোধক সঙ্গীতের সঙ্গে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন, প্রভাত ফেরী, জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, আলোচনা সভা, খেলাধূলা, চিত্রাঙ্কন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।


সোমবার(২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পন করেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম(ভিপি জোয়াহের) এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা শিক্ষা অফিসার লায়লা খানম প্রমুখ।

এছাড়া জেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে শহীদ ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।


ভোরে প্রভাত ফেরী ও সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জেলা স্টেডিয়ামে খেলাধূলার আয়োজন করা হয়। এছাড়া দিনভর বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno