আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:০৬

টাঙ্গাইলে করোনা সংক্রমণ এড়াতে জেলা পুলিশের চেকপোস্ট

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ চারটি পয়েণ্টে জেলা পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।

চেকপোস্টে দায়িত্বরতরা অপ্রয়োজনে শহরে এসে ঘোরা-ফেরা করা মানুষদের বাড়ির বাইরে আসতে নিষেধ করছেন। একই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কেনাকাটা করার জন্য বিতরণ ও মাইকিং করছেন।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের নির্দেশে গত তিন দিন ধরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, ডিস্ট্রিক্ট গেইট, নিরালামোড় এবং শান্তিকুঞ্জ মোড়ে এই চেকপোস্ট বসানো হয়েছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেকপোস্টের মাধ্যমে অপ্রয়োজনে শহরে ঘোরাফেরা করা মানুষদের বাড়িতে ফিরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হচ্ছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার রঞ্জিত কুমার রায় জানান, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মানুষকে ঘরে থাকতে বলা হলেও তারা অনেকেই ওই সরকারি নির্ধেশনা মানছেন না। শহরের প্রধান চারটি গুরুত্বপূর্ণ পয়েণ্টে চেকপোস্ট বসানো হয়েছে- কেন মানুষ শহরে আসছে সেটা জানার জন্য।

এছাড়া কেউ অপ্রয়োজনে ঘরের বাইরে এলে তাদের ফিরিয়ে দিয়ে সতর্ক করা হচ্ছে। এর পরেও না মানলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে। টাঙ্গাইল সদর থানা ছাড়াও জেলার প্রত্যেকটি থানায় চেকপোস্ট বসানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno