আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৫:২৫

টাঙ্গাইলে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলার ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশ গ্রহণে ‘উগ্রবাদ প্রতিরোধে, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মে ) দুপুরে জেলা পুলিশ লাইন্সের ডিল সেডে জেলা পুলিশের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল ও এন্টি টেরোরিজম ইউনিটের মো.কামরুল আহসান।


টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মো. আতাউল গনি, টাঙ্গাইলের কমান্ডেন্ট ইন সার্ভিস পুলিশ মোহাম্মদ ইমামুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান(দাদু ভাই)।


বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের সহযোগিতায় সমাবেশে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন ডিএমপির এনডিসি সাইদ নাসির উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জয়ব্রত পাল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno