আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৩:২০

টাঙ্গাইলে তিনদিন ব্যাপী আনন্দ মেলা শুরু শুক্রবার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল শিশু অ্যাকাডেমির আয়োজনে তিনদিন ব্যাপী আনন্দ মেলা শুরু হচ্ছে শুক্রবার(২০ এপ্রিল)। টাঙ্গাইল শিশু অ্যাকাডেমি প্রাঙ্গণে আনন্দ মেলার উদ্বোধন করবেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন।
শিশুদের জন্য তিনদিন ব্যাপী আনন্দ মেলার প্রথম দিন চিত্রাঙ্কন, লোকসঙ্গীত ও যেমন খুশি তেমন সাঁজো প্রতিযোগিতা। দ্বিতীয় দিন শনিবার(২১ এপ্রিল) হাড়ি ভাঙা, মোরগ লড়াই এবং তৃতীয় দিন রোববার(২২ এপ্রিল) লোকনৃত্য, কবিতা আবৃতি এবং সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
টাঙ্গাইল শিশু অ্যাকাডেমির জেলা সংগঠক মো. শফিকুল ইসলাম জানান, উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও সিভল সার্জন ডা. শরিফ হোসেন খানের উপস্থিত থাকার কথা রয়েছে। তিনদিন ব্যাপী আনন্দ মেলার বিভিন্ন ইভেন্টে শিশু থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহনের সুযোগ পাবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno