দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের কাগমারাস্থ দারুল কোরআন ইসলামিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে। নয়া কমিটি আগামি দুই বছরের জন্য মাদ্রাসার সার্বিক কার্যক্রম পরিচালনা করবে। শুক্রবার (১৫ আগস্ট) সকালে দারুল কোরআন এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে হাজী কামরুজ্জামানের (আকতার হাজী) সভাপতিত্বে প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাফর আহমেদ সাক্ষরিত ১১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটি গঠনের আগে পুরাতন কমিটিকে বিলুপ্তি ঘোষণা করা হয়।
নতুন কমিটির কর্মকর্তারা হচ্ছেন- সভাপতি শরিফুল ইসলাম বাবু, সহ-সভাপতি হাজী মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল হুদা রাজ্জাক, যুগ্ম-সম্পাদক আবু জুবায়ের উজ্জল, কোষাধক্ষ্য মো. নজরুল ইসলাম। নতুন কার্যকরী কমিটির নির্বাহী সদস্যরা হচ্ছেন- মো.শহীদুল্লাহ (জাহিদ), মো. সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল ইসলাম, মৌ. আব্দুল খালেক, মো. গোলাম আযম ও মো. মোখলেছুর রহমান।
কমিটি ঘোষণাকালে উপদেষ্টা জাফর আহমেদ বলেন, এই কমিটি মাদ্রাসার উন্নতি ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সিদ্ধান্ত নিবে এবং শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
এ সময় উপদেষ্টা আবু ইউসুফ মিয়াচান, আব্দুল মান্নান, আব্দুল আলিম, আলহাজ্ব মো. শমসের মন্ডল, মাওলানা আবুল হাশেম, মোহাম্মদ শাজাহান মিয়া, মো. সাইফুল ইসলাম ও মির্জা আলম প্রমুখ সহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।