আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৫:৩০

টাঙ্গাইলে নারী স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি টাঙ্গাইল পৌর এলাকার ডিস্ট্রিক্ট কোয়ার্টারে বসবাস করেন।

এ নিয়ে জেলায় মোট ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হল। এ ঘটনার পর সোমবার(৪ মে) জেলা সদরের একটি ভবন লকডাউন করেছে উপজেলা প্রশাসন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, রোববার জেলা থেকে মোট ৮৫ টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। সোমবার সকালে ঢাকা থেকে একজনের করোনা আক্রান্তের বিষয়টি জানানো হয়। এখন পর্যন্ত দুই জন ঢাকায় মারা গিয়েছেন। আর সুস্থ হয়েছেন ৭ জন।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, আক্রান্ত ওই নারী সদর উপজেলার স্বাস্থ্য সহকারী। তিনি যেখানে বসবাস করতেন ওই ভবনটি লকডাউন করা হয়েছে। সেখানে ১২ টি পরিবার রয়েছেন। আক্রান্ত ওই স্বাস্থ্য সহকারী নিজ বাসায়ই আইসোলেশনে আছেন।

এ স্বাস্থ্য সহকারীর বাসায় উপজেলা প্রশাসন থেকে ডাব, তরমুজ, বাংগী সহ বিভিন্ন ধরণের মৌসুমী ফল পৌঁছে দেয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno