আজ- ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৩:২৮

টাঙ্গাইলে পরিবহণ শ্রমিকদের মাঝে জেলা পুলিশের সামগ্রী বিতরণ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্মহীন পরিবহণ শ্রমিকদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার(১৬ মে) সকালে টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাত শতাধিক শ্রমিকের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, মো. শাহীনুল ইসলাম ফকির, রেজাউর রহমান রেজা,

সদর থানার ওসি মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. ইকবাল হোসেন, মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, জেলা বাস মিনিবাস শ্রমিক সমিতির সভাপতি খন্দকার আহসানুল হক পিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার প্রমুখ। প্রত্যেককে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, এক প্যাকেট সেমাই, এক কেজি চিনি ও এক লিটার তেল দেওয়া হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে পরিবহণ শ্রমিকরা কষ্টে দিন পাড় করছেন। তাদের কষ্ট বুঝতে ও উপলব্ধি করতে পারায় পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিরতণ করার উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় শনিবার সাত শতাধিক শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এই অবস্থা আরো দীর্ঘ হলে ভবিষ্যতে আরো সহায়তা করা হবে। এ সময় তিনি শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার পরামর্শ দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno