আজ- ১লা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:৩৯

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী ও নাগরপুরে পুকুরের পানিতে ডুবে বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে কালিহাতী উপজেলার ভাবলা গ্রামের আলমের ছেলে সোহান(১০) এবং নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়ার আয়েন আলীর ছেলে সোহেল(৭)এর মর্মান্তিক মৃত্যু হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম জানান, সম্প্রতি সোহান কালিহাতী উপজেলার ভাবলা গ্রামে মামার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে সোহান একটি পুকুর গোসল করতে নামে।

এক পর্যায়ে সে পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই শিশুর লাশ উদ্ধার করে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হয়।

অপরদিকে পানি ডুবে নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের শ্রীবড়টিয়ার আয়েন আলীর ছেলে সোহেল (৭) নামের অপর এক শিশুর মৃত্যু হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno