আজ- ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:১২

টাঙ্গাইলে ব্লাস্টের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

রানা প্লাজা ধ্বসের ছয় বছর পূর্তি উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার(২৪ এপ্রিল) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেট ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিট এ কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্লাস্ট টাঙ্গাইল ইউনিট’র পরিচালনা পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সভাপতি অ্যাডভোকেট বাকি মিয়া, সম্বনয়কারী আমেনা রহমান, অ্যাডমিন অফিসার রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।
বক্তারা রানা প্লাজা ধ্বসের ছয় বছর পূতিতে সহস্রাধিক নিহত ও আহত শ্রমিক এবং তাদের পরিবারের পক্ষে পরিচালিত জনস্বার্থ মামলাসহ সকল মামলার দ্রুত নিষ্পত্তি দাবি করেন। পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ ও ক্ষতি পূরণের ন্যূনতম মানদন্ড নির্ধারনের দাবি করছি। একই সাথে আন্তর্জাতিক মানদন্ড ও উচ্চ আদালতের নজির অনুযায়ী ক্ষতিপূরণ সংক্রান্ত যুগোপযোগী বিধান অন্তর্ভুক্ত করে শ্রম আইন সংশোধন, নিরাপদ কর্মস্থানের দাবি করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno