দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬৯তম জন্মদিন পালন করা হয়েছে। রোববার(৫ আগস্ট) সকালে জেলা ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় শহীদ মিনার থেকে আনন্দ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ। এসময় জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।