আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৮:৩০

তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা সম্পন্ন

 

কালিহাতী সংবাদদাতা:

‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলা সোমবার(৬ জানুয়ারি) রাতে সম্পন্ন হয়েছে।

কেন্দ্রীয় সাধু সংঘের আয়োজনে তিন দিনব্যাপী সাধু সম্মেলন ও লালন মেলার শেষ দিনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক মনছুরুল আলম হীরা।

প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) শফিকুল ইসলাম।

কেন্দ্রীয় সাধু সংঘের সভাপতি হরি মোহন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বিকম, সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) রাসেল মনির, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কেন্দ্রীয় সাধূ সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার।

সাধু সম্মেলন ও লালন মেলায় রাতভর সংগীত পরিবেশন করেন, কুষ্টিয়া থেকে আগত বাউল শিল্পী সমির বাউল, রাজ্জাক বাউল ও তাদের দল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno