আজ- বুধবার | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২ | সন্ধ্যা ৬:৪০
১৭ সেপ্টেম্বর, ২০২৫
২ আশ্বিন, ১৪৩২
১৭ সেপ্টেম্বর, ২০২৫, ২ আশ্বিন, ১৪৩২

দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ীর হাটখোলা খেলার মাঠে দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ওই হা-ডু-ডু খেলা দেখে কয়েক হাজার দর্শনার্থী আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। ওই খেলায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

 

 

 

 

 

 

 

 

দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন বয়সী ১৪ জন দৃষ্টি প্রতিবন্ধী জাতীয় খেলা হা-ডু-ডু দেখতে কয়েক হাজার দর্শক হাটখোলা খেলার মাঠে উপস্থিত হয়। দৃষ্টি প্রতিবন্ধীদের মনোমুগ্ধকর খেলার কৌশল দেখে দর্শকরা আবেগে আপ্লুত হয়ে ওঠে।

 

 

 

 

 

 

 

 

দর্শনার্থী রফিক জানান, জাতীয় খেলা হা-ডু-ডু দেখতে এসে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়ারদের কৌশল দেখে তিনি আনন্দ পেয়েছেন। মাঝে-মধ্যে যদি এমন খেলার আয়োজন করা হয়- তাহলে যুব সমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

 

 

 

 

 

 

 

স্থানীয় জুবায়ের হোসেন জানান, সাধারণত সুস্থ্য-সবল খেলোয়ারদের ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা দেখে থাকেন। দৃষ্টি প্রতিবন্ধীদের সমন্বয়ে জাতীয় খেলা হা-ডু-ডু দেখে খুবই ভালো লেগেছে। কয়েক হাজার দর্শক এ খেলা দেখতে এসে কেউই আশাহত হয়নি। সবাই নির্মল আনন্দ উপভোগ করেছে। কর্তৃপক্ষ খেলার চৌহদ্দীর আশপাশে দর্শকদের ঘেষতে না দিয়ে মাঠের চারপাশে জায়গা করে দিলে সবাই খেলা দেখতে পারতো। প্রতি বছর এমন খেলার আয়োজন করার দাবি জানান তিনি।

খেলায় অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধী শওকত সিকদার জানান, তিনি দীর্ঘ ২০ বছর ধরে হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ করছেন। তাদের ৭জন প্রতিবন্ধীর একটি দল আছে। তারা টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গিয়ে খেলায় অংশ নিয়ে থাকেন। প্রায় সময়ই তারা জয়লাভ করেছেন। এ খেলা তাদের কাছে অনেক ভালো লাগে।

 

 

 

 

 

 

 

 

স্থানীয় যুব সমাজের ব্যনারে আয়োজনে সমাজসেবক বাচ্চু মিয়ার সভাপতিত্বে দৃষ্টি প্রতিবন্ধীদের হা-ডু-ডু খেলায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ প্রমুখ।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়