আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:০৪

ধনবাড়ীতে ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি

 

ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ীতে সারাদেশের ন্যায় ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু হরেয়ছে। ধনবাড়ী উপজেলায় শনিবার(৪ এপ্রিল) থেকে স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স তারেক ট্রেডার্স এ পণ্য বিক্রি করছে।

জানা যায়, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রির জন্য দুই হাজার ৪০ কেজি চিনি, চার হাজার লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি মশারির ডাল ঠিকাদারী প্রতিষ্ঠন ইতোমধ্যে উঠিয়েছে। তিন দিনে ওই পণ্য বিক্রি শেষ করে আবার উত্তোলন করবেন।

টিসিবি নির্ধারিত মূল্য সয়াবিন তেল ৮০টাকা প্রতি লিটার, মশারির ডাল ৫০ টাকা প্রতিকেজি ও চিনি প্রতিকেজি ৫০ টাকা দরে ঠিকাদারী প্রতিষ্ঠান বিক্রি করছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা ওই পণ্য বিক্রি সরাসরি তত্ত্বাবধান করছেন।

মেসার্স তারেক ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো. জামাল উদ্দিন জানান, তারা পণ্য উত্তোলন করে নিজস্ব মিনি ট্রাক দিয়ে উপজেলার বিভিন্নস্থানে গিয়ে ন্যায্যমূল্যে বিক্রি করছেন। সাধারণ মানুষ ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno