নাগরপুর সংবাদদাতা:

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের নাগরপুরে ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার(৭ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ন কবির, মহিলা ভাইস
চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা সমবায় অফিসার মো. আবু জাফর সিদ্দিকী, তথ্য ও যোগাযোগ অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন প্রমুখ।
সভা পরিচালনা করেন, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
এ সময় বক্তারা বলেন, সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে সমবায় আন্দোলন গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।