দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের চারটি গ্রামের মানুষের পারাপাড়ের জন্য নৌকা উপহার দিয়েছেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী। তিনি ব্যক্তি উদ্যোগে নৌকা কিনে ওই এলাকার মানুষের পারাপাড়ের জন্য উপহার হিসেবে দেন।
মঙ্গলবার(৮ আগস্ট) পারাপাড়ের ওই নৌকা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবু হানিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা হানিফ তালুকদার, গোহালিয়াবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এরশাদুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বিষয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী বলেন, গোহালিয়াবাড়ী নদীর ওপর কোন ব্রিজ না থাকায় পাশের চার গ্রামের মানুষের অনেক ঘুরে খুব কষ্টে যাতায়াত করতে হয়। মানুষ যাতে এ নদীর ওপর দিয়ে সহজেই পারাপাড় হতে পারে এ জন্য এলাকাবাসীর জন্য আমার পক্ষ থেকে এটা ক্ষুদ্র উপহার।