আজ- ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:৩২

‘বীরনিবাস’ জবরদখল ও পুড়িয়ে মারার শঙ্কায় বীরমুক্তিযোদ্ধা!

 

দৃষ্টি নিউজ:

ক্রয়কৃত জমিতে সরকারি অর্থায়নে নির্মিত বীরনিবাস জবরদখল ও আগুনে পুড়িয়ে মারার আশঙ্কায় ভীত সন্ত্রস্ত অশীতিপর বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন সেক। থানায় একাধিকবার মামলার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় অবশেষে নিরাপত্তাসহ বীরনিবাস ও বসবাসরত জমি রক্ষায় সংবাদকর্মীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন সেক(৮২) টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের খাগজানা গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে। রোববার(১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।


লিখিত বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন সেক বলেন, ওই গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে ও তার ভাই আবুল কাশেম(৪৫), মৃত আব্দুল হামিদের ছেলে মো. আনিছুর রহমান(৪০), মৃত আরফানের ছেলে মো. সবুর মিয়া(৪৮) মৃত আবেল সেক ওরফে আবুল হোসেনের ছেলে মো. বরকত আলী (৪৬) ও জিন্নত আলীরা(৪৭) মূলত এলাকায় ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত।

তারা দলবদ্ধ হয়ে বেশকিছুদিন যাবৎ হামেলা নামে বিএস রেকর্ডভুক্ত ২১৭৪ দাগের ও ১৪৯৬ বিআরএস খতিয়ানের আমার ক্রয়কৃত ২০ শতাংশ জমির উপর সরকারি অর্থায়নের নির্মিত ‘বীরনিবাস’ জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে। জবরদখলের অপচেষ্টা ও আমাকে মেরে ফেলার জন্য গত ১২ এপ্রিল তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে স্থানীয় বাজারে আক্রমনের চেষ্টা চালায়।

আমার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসায় তারা হামলাটি চালাতে ব্যর্থ হয়। এ সময় তারা আমিসহ পরিবারের সকলকে আগুনে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করতে আমি ব্যর্থ হই। পরবর্তীতে ২৩ মে টাঙ্গাইলের আদালতে একটি(পি-৫৯৩/২০২৪) ও ৫ সেপ্টেম্বর অপর একটি মামলা দায়ের করেছি।


অভিযুক্ত মো. আবুল কাশেম বলেন, আব্দুল হামিদের রেকর্ডকৃত ২১৭৪ দাগের ৩৯১ খতিয়ানের ৩৩ শতাংশ জমি থেকে সাড়ে ১১ শতাংশ জমি আমি কিনি এবং ১৫ শতাংশ জমি বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন কিনে নেন। বাকি ৭ শতাংশ জমির মালিক পক্ষের দখলে রয়েছে। ভুলবশত ২১৭৪ দাগের জমি হামেলার নামে রেকর্ড হওয়ার সুযোগ নিয়ে তিনি এখন আমার জমি নিজের বলে দাবি করছেন। সেই জমিতে সরকারি অর্থায়নে ‘বীরনিবাস’ নির্মাণ করিয়েছেন।


এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, অভিযোগ না নেওয়ার বিষয়টি তার জানা নেই। আদালতের নির্দেশ ছাড়া জমি উদ্ধার বা জমি সংক্রান্ত কোন অভিযোগ থানায় নেয়া হয়না। তবে মারামারির অভিযোগ হলে অবশ্যই নেওয়া হতো বলে জানান তিনি।


সংবাদ সম্মেলনে কাদেরিয়া বাহিনীর অন্যতম মুক্তিযোদ্বা মজিদ, মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের দুই বোন নিলুফা ও ছবিয়াসহ বিভিন্ন প্রিণ্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno