আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | দুপুর ১:০৭
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

ভারতের স্বাধীনতা দিবসে আসছে জন আব্রাহামের ‘অ্যাটাক’

দৃষ্টি বিনোদন:

বলিউড অভিনেতা জন আব্রাহাম নতুন সিনেমার ঘোষণা দিলেয়েছেন। ‘অ্যাটাক’ নামে নতুন সিনেমাটি আগামি বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে।

টুইটার পেজে ‘অ্যাটাক’র ফার্স্ট লুক প্রকাশ করে জন আব্রাহাম সিনেমাটির কথা ভক্তদের জানান। এতে জনকে বন্দুক হাতে অ্যাকশন লুকে পাওয়া গেছে।

সিনেমাটিতে জনের বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও রাকুল প্রীত সিং। এটি পরিচালনা করবেন লাকশয় রাজ আনন্দ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে পেন স্টুডিওস, জেএ এন্টারটেইনমেন্ট এবং অজয় কাপুর।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জন আব্রাহাম বলেন, আনন্দের সঙ্গে আমার নতুন সিনেমা ‘অ্যাটাক’র মুক্তির তারিখ জানাচ্ছি। আগামি ১৪ আগস্ট এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

জন আব্রাহামকে সর্বশেষ ‘পাগলপন্তি’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এতে তিনি সহশিল্পী হিসেবে পেয়েছেন অনিল কাপুর, ইলিয়েনা ডি’ক্রুজ, আরশাদ ওয়ার্সী, পুলকিত সম্রাট ও উর্বশি রাউটেলাকে। এছাড়া তিনি বর্তমানে ‘সত্যমেব জয়তে ২’ ও ‘মুম্বাই সাগা’র কাজে ব্যস্ত আছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়