আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ৬:২২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ক দিনব্যাপী অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১৮ নভেম্বর) বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীম আল মামুনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, অধ্যাপক ড. রোকেয়া বেগম।

সেমিনারে বিভাগের অধ্যাপক ড. মো. ইউনুস মিয়া, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, অধ্যাপক ড. মো. মাহবুবুল হক, অধ্যাপক ড. মীর মো.

মোজাম্মেল হক ও সহযোগী অধ্যাপক রোকসানা হক রিমি রিসোর্স পার্সন হিসেবে বিভিন্ন শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন।

অনলাইন সেমিনারে এনভায়রনমেন্টাল সায়েন্স ও রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno