দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা করা হয়েছে। সোমবার(৩ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির ওই বাইসাইকেল বিতরণ করেন।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব
গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন আলিফনূর মিনি প্রমুখ।
উপজেলার গ্রাম পুলিশের মাঝে ২৬টি বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া স্থানীয় ২৮৩ জন পরিবহন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা হিসেবে জনপ্রতি ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।