দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের সদ্যদের মাঝে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক মঞ্জুরিকৃত ৯০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ’র উদ্যোগে ওই চেক হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক শরীফা হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, বিআরটিএ’র টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ, উচ্চমান সহকারী কামরুল হোসেন, অফিস সহকারী আরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় নিহত ও আহত ২০টি পরিবারের সদস্যদের মাঝে ৯০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।