আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৭:৩০

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বস্ত্র শিল্পের টেকসই উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের সন্তোষস্থ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘সাসটেইনাবিলিটি ইন টেক্সটাইল-অ্যাপারেল সেক্টর (টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স পয়েন্ট অব ভিউ)’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মিলনায়তনে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনার উদ্বোধন করেন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘এএএ’ কন্ট্রোলের ট্রেইনার এবং অ্যাডভাইসর ইঞ্জিনিয়ার আবরার আহমেদ অপু। স্বাগত বক্তব্য রাখেন, সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক একেএম আয়াতুল্লাহ হোসনে আসিফ। সেমিনারের সভাপতিত্ব করেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. ইকবাল মাহমুদ।
সেমিনারে ‘টেক্সটাইল ফোকাস’-এর সম্পাদক ও প্রকাশক এমএ ইসলাম রিয়াদ এবং বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno