আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৭:৫২

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে দিনব্যাপী কর্মশালা

 

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের উদ্যোগে দিনব্যাপী ‘টিম বিল্ডিং অ্যান্ড সেল্ফ এ্যাসেসমেন্ট প্রসেস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণিত বিভাগের সেমিনার হলে সোমবার(২৩ অক্টোবর) কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) অধীনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্সট্রিটিউশনাল কোয়ালিটি এ্যাসোরেন্স সেল্ফ (আইকিউএসি) এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি প্রকল্পের পরিচালক প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. একেএম মহিউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধান গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মো. বাবুল হোসেন।
প্রশিক্ষণে গণিত বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অ্যালামনাই সদস্য ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno