আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সন্ধ্যা ৭:১৫

মির্জাপুরে ট্রাকে ধাক্কা দিয়ে ট্রেন বিকল ॥ মহাসড়কে যানজট

 

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কের ধেরুয়া নামক স্থানে একটি ট্রাককে ধাক্কা দিয়ে ট্রেন বিকল হয়েছে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে মহাসড়ক ও রেলপথে যানচলাচল বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক ও রেল সড়কে ট্রেন আটকে দীর্ঘ ৫৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা পর ব্যস্ত এই রেল ও সড়কপথে যান ও রেল চলাচল শুরু হয়।
রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাত তিনটা ৪০ মিনিটে ধেরুয়া নামক স্থানে মহাসড়কে রেললাইনে বিকল হয়ে পড়া একটি ট্রাকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে গিয়ে পাশের আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের চালক আহত হন ও যাত্রীবাহী ট্রেনটিও বিকল হয়ে পড়ে। ফলে রেল লাইনের বিভিন্ন স্থানে ট্রেন আটকে পড়ে এবং বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে দীর্ঘ ৫৬ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুর রেল স্টেশনের মাস্টার নাজমুল হুদা জানান, উদ্ধারকারী দল এসে বুধবার(৭ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে ট্রেনটি সচল করে মির্জাপুর স্টেশনে নিয়ে আসে। এতে রেল চলাচল স্বাভাবিক হয় ও মহাসড়কে যানবাহন চলাচল করতে শুরু করে। বুধবার দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno