দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল কারাগারে সাজাপ্রাপ্ত নিষিদ্ধ চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির(এমএল-লাল পতাকা) শীর্ষ নেতা আবু জাফর (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি সদর উপজেলার খোর্দ যুগনী গ্রামের মৃত জিলু শেখের ছেলে।
টাঙ্গাইল জেলা কারাগারের জেলার রিতেশ চাকমা জানান, আবু জাফর শনিবার (২২ অক্টোবর) বিকালে হৃদরোগে আক্রান্ত হলে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তিনি মারা যান।
আবু জাফর দু’টি মামলায় ৩০ বছর করে ৬০ বছরের সাজাপ্রাপ্ত ও একটি হত্যা মামলায় বিচারাধীন ছিলেন। তিনি ২০০৪ সালের ৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন।