দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মধুপুরে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে বিক্রির দুই টন চালসহ আটক দুইজনের বিরুদ্ধে রোববার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মধুপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়। আটক ব্যক্তিরা হচ্ছেন, শদুপুরের রক্তিপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে ডিলার আনোয়ার হোসেন (৪৫) ও চাল ক্রেতা চরের ভিটার আখের আলীর ছেলে জিল্লুর রহমান (২৩)।
পুলিশ জানায়, মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দরিদ্রদের জন্য বরাদ্দের চাল থেকে ডিলার আনোয়ার হোসেন শনিবার(৮ অক্টোবর) রাতে দুই হাজার ২৫০ কেজি (দুই টন) চাল গোপণে কালো বাজারে বিক্রি করেন। পরে গভীর রাতে বস্তা পরিবর্তন করে ট্রাকে তোলার সময় খবর পেয়ে মধুপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ট্রাকসহ ( ঢাকা মেট্রো-ট ১৮-৩৮২২) চাল ও ওই দুইজনকে আটক করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সফিকুল ইসলাম জানান, তদন্ত শেষে আটক বেলায়েত হোসেন ও আব্দুল হাকিমকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।