আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:৫৪

অস্ত্র ও মাদক মামলায় বল্লার কাফির ২০ বছর কারাদন্ড

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে অস্ত্র ও মাদক আইনে দুইটি পৃথক মামলায় আব্দুল্লাহেল কাফি(২৮) নামে এক যুবককে ২০ বছরের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান এ দন্ড দেন।
টাঙ্গাইল কোর্ট পরিদর্শক অনোয়ারুল ইসলাম জানান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল হাসান দুইটি মামলার মধ্যে অস্ত্র আইনে ১০ বছর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের কারাদন্ডের আদেশ দেন। আব্দুল্লাহেল কাফি কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালেক মিয়ার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, আব্দুল্লাহেল কাফিকে ২০১৬ সালের জুন মাসে একটি পিস্তল এবং ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে এ ঘটানায় কালিহাতী থানায় পৃথক দুইটি মামলা করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি(পিপি) আলমগীর খান মেনু।

 

 

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno