আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:১৪

আগামি সপ্তায় ঢাকা-টাঙ্গাইল ট্রেন চালু হবে

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেছেন, টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি ঢাকা-টাঙ্গাইল ট্রেন সার্ভিস আগামি সপ্তায় চালু হওয়ার কথা রয়েছে। আশা করছি, তা পুরণ হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছি। স্কুল, মাদ্রাসা, কলেজ, রাস্তাঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে। এখন আর উন্নত চিকিৎসার জন্য কাউকে বাইরে যেতে হবে না। আমাদের জেলায়ই উন্নত চিকিৎসা পাওয়া যাবে। সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার(১ নভেম্বর) বিকালে সুবর্ণতলী স্কুল মাঠে ছাত্র-গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছিলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লোমান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আনসারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক আলমগীর, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী। ছাত্র গণসমাবেশে প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শাফিউল আলম মুকুল, সদর থানা ছাত্র লীগের যুগ্ম-আহ্বায়ক কাইয়ুম চাকলাদার, ফিরোজ মাহমুদ ফরিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ছিলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রায়হান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno