আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১১:০৮

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

 

দৃষ্টি নিউজ:

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’- এ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার(৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- পতাকা উত্তোলন, মানববন্ধন, মতবিনিময় সভা ইত্যাদি।

টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির শুরু হয়। পরে স্থানীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুর্নীতি বিরোধী নানা স্লোগান সম্বলিত ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করে।

টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, স্থানীয় সরকারের বিভাগীয় উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির(দুপ্রক) সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণ ইউসুফ।

সভায় বক্তরা বলেন, দুর্নীতি আজ একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতির কারণে উন্নয়ন কর্মকান্ড ব্যাহত হচ্ছে। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে আইনের কঠোরতা ও সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno