আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  বিকাল ৩:০০

আলেমা ভাসানীর ১৮তম মৃত্যু বার্ষিকী পালিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সহধর্মিনী বেগম আলেমা খাতুন ভাসানীর ১৮তম মৃত্যু বার্ষিকী শুক্রবার(৪ অক্টোবর) স্মরণসভার মধ্য দিয়ে পালিত হয়েছে।

শহরের সন্তোষস্থ ভাসানীর মাজার প্রাঙ্গনে মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পৌর মেয়র জামিলুর রহমান মিরন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা কবি বুলবুল খান মাহবুব, সৈয়দ ইরফানুল বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

এ সময় সন্তোষ ইবি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, মওলানা ভাসানীর আদর্শ অনুশীলন পরিষদের সভাপতি মোহাম্মদ হোসেন, তৃৃণমূল ন্যাপ এর কো-চেয়ারম্যান আবু হামিদুর রেজা খান(পরশ), মওলানা ভাসানী মুছাফির খানার সাধারণ সম্পাদক আলিমুদ্দিন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও মওলানা ভাসানীর দৌহিত্র মো. মাহমুদুল হক সানু।

অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের পক্ষ থেকে আলেমা খাতুন ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উল্লেখ্য, আলেমা খাতুন ভাসানী ২০০১সালের ৪ অক্টোবর ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno