আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ৯:১৩

ইনতিজার পত্রিকার সাংবাদিককে হয়রানির অভিযোগ

 

দৃষ্টি নিউজ:

সৈয়দ মহসীন হাবীব সবুজ

টাঙ্গাইলের কালিহাতী থেকে প্রকাশিত সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজকে সাজানো মামলায় হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ইনতিজার পত্রিকার সম্পাদক আব্দুল হাই এ অভিযোগ করেন।

প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানান, সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি। সংবাদ প্রকাশ ও প্রচারের ক্ষেত্রে তিনি অত্যন্ত ধীর-স্থির প্রকৃতির।

কোন প্রকার সরকারি-বেসরকারি কাজে বাঁধা দেওয়ার লোক সৈয়দ মহসীন হাবীব সবুজ নন বলে তিনি বিশ্বাস করেন। কালিহাতী উপজেলার বাংড়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মৌসুমী ইসলাম তার নামে সাজানো ঘটনায় মামলা (নং-১০, তাং-১১/০৩/২০২০ইং) দায়ের করে হয়রানি করছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

এদিকে, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সদস্য সৈয়দ মহসীন হাবীব সবুজের নামে হয়রানিমূলক মামলা দায়ের করায় ইউনিটের পক্ষ থেকেও ত্যব্রি নিন্দা ও মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno