আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১২:৩৪

ইমামদের নিয়ে বাল্য বিয়ে ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইমামদের নিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন ও গুজব প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুরে কালিহাতী উপজেলা পরিষদ চত্তরে উপজেলা ও ইসামিক ফাউনন্ডেশন ওই মতবিনিময় সভার আয়োজন করে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি। বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ আলী, কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহরিয়ার রহমান।

মতবিনিময় সভায় কালিহাতী উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা নানা বিষয়ে মতামত তুলে ধরেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno