আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১২:৫৬

উত্তরের পথে রেলের চরম সিডিউল বিপর্যয়

 

টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুতির পাঁচ ঘণ্টা পর রেল যোগাযোগ

দৃষ্টি নিউজ:

ঢাকা-উত্তরাঞ্চল রেল লাইনে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ অনুসন্ধানে পাকশী রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


এর আগে সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় বিভিন্ন স্টেশনে কয়েকটি গন্তব্যের ট্রেন আটকা পড়ে। পরে রাত দুইটার দিকে যাত্রী ভোগান্তির অবসান হয়।

ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল স্বাভাবিক হয়। রেল চলাচল স্বাভাবিক হলেও এ রুটে চরম শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। শিডিউল বিপর্যয়ের কারণে সর্বোচ্চ ৯ ঘণ্টা পর্যন্ত বিলম্বে ট্রেন ছাড়তে হয়েছে বলে রেল স্টেশন সূত্রে জানাগেছে।


জানা যায়, টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব(ইব্রাহিমাবাদ) স্টেশনে সোমবার রাতে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর মঙ্গলবার(১৯ মার্চ) ভোর থেকে রেল চলাচল শুরু হলেও উত্তরবঙ্গের সঙ্গে মারাত্মক শিডিউল বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ রেলওয়ে। রাজধানীর কমলাপুর ঢাকা রেলওয়ে স্টেশন থেকে অধিকাংশ ট্রেনই সকালে সময়মতো ছেড়ে যেতে পারেনি।


রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে ধূমকেতু এক্সপ্রেস, নীলসাগর, রংপুর এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস দেরিতে ছেড়ে গেছে। দিনাজপুরগামী একতা এক্সপ্রেস সকাল ১০টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও সোয়া ১১টার পরে ট্রেনটি স্টেশন ছেড়ে যাত্রা করে।


সূত্রমতে, সর্বশেষ ১২ ঘণ্টায় লালমণি এক্সপ্রেস ৬ ঘণ্টা ৩৫ মিনিট, রংপুর ২ ঘণ্টা ৪৫ মিনিট, কুড়িগ্রাম ৭ ঘণ্টা ৪০ মিনিট, নীলসাগর ২ ঘণ্টা ৪৫ মিনিট, ধূমকেতু ৩ ঘণ্টা ১০ মিনিট, পদ্মা ৫ ঘণ্টা ২৫ মিনিট, পঞ্চগড় ৯ ঘণ্টা ৩৫ মিনিট, চিত্রা ৬ ঘণ্টা ১৫ মিনিট বিলম্বে ছেড়ে গেছে।


বিলম্বে থাকা ছেড়ে যাওয়া অধিকাংশ যাত্রী জানায়, কোথাও ট্রেন দুর্ঘটনা ঘটলে কখনোই শিডিউল ঠিক থাকে না। যুগের সঙ্গে সবকিছু পরিবর্তন হয়েছে- শুধু রেলের সময়সূচির পরিবর্তন হয়নি। রেলের সময়সূচির আধুনিকায়ন জরুরি।


পাকশি রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সূফী নুর মোহাম্মদ জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার কারণে রেল চলাচলে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার রাত ৯টা ১০ মিনিটে পঞ্চগড় এক্সপ্রেসের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে দুর্ঘটনায় পড়ে। পরে রাত ২টার দিকে ক্রেন দিয়ে ট্রেনের বগি উদ্ধার করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

উদ্ধারকারী ট্রেনের সহায়তায় বগিটি টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নিয়ে যাওয়া হয়। এতে পাঁচ ঘণ্টা সময় লাগে। সেই সময়টা এখনও মেকআপ হয়নি। এর জেরে সকালের কিছু ট্রেন বিলম্বে ছেড়েছে। বিকালে হয়তো একটা-দুইটা ট্রেন বিলম্বে যাবে। তারপর সব ঠিক হয়ে যাবে।


দুর্ঘটনার বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর আশরাফ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনের চাকায় ত্রæটির কারণে ওই লাইনচ্যুতির ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে পাঁচ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়।


পাকশি রেলওয়ে বিভাগীয় ম্যানেজার শাহ সূফী নুর মোহাম্মদ জানান, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা অনুসন্ধানে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পাকশি রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।


তিনি আরও জানান, নতুন লাইনের জন্য এ ঘটনা ঘটেছে কিনা বা কি কারণে চাকা লাইনচ্যুত হয়েছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব না।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno