আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৮:৫০

এক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্মশানের গাছ বিক্রির অভিযোগ!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌর সভার ১০ নং ওয়ার্ডের গাড়াইল এলাকায় গনেশ বসাক নামের এক তাঁত ব্যবসায়ীর বিরুদ্ধে গোপনে শ্মশানের গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গনেশ বসাক (৫২) আদি টাঙ্গাইল এলাকার হরে কৃষ্ণ বসাকের ছেলে। এ নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, গনেশ বসাক হিন্দু সম্প্রদায়ের লোক হওয়া সত্ত্বেও শুধু টাকার লোভে পরিচালনা কমিটির অনুমতি ছাড়াই শ্মশানের শত বছরের বট ও গোটা প্রজাতির দুটি গাছ কেটে বিক্রি করেছেন। ১২ নং ওয়ার্ডের এক প্রভাবশালী কাউন্সিলর প্রার্থীর সমর্থক হওয়ার প্রভাবে তিনি এহেন গর্হিত কাজ করেছেন।


তারা জানান, পৌরসভার ১০ ও ১২ নং ওয়ার্ডের বেড়াই, গাড়াইল, বাজিতপুর ও আদি টাঙ্গাইল এলাকার প্রায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর মহাশ্মশান ঘাট এটি। প্রায় শতবর্ষ যাবৎ ওই শ্মশান ঘাটে প্রয়াতদের শেষকৃত সম্পন্ন করেন এলাকার সনাতন ধর্মাবলম্বীরা। গত ১১ এপ্রিল ওই গাছ দুটি বিক্রি করা হয়েছে বলে জানান তারা।


আদি টাঙ্গাইল এলাকার কৃষ্ণ বসাক বলেন, গনেশ কাউকে না জানিয়ে গাছ দুটি বিক্রি করেছেন। একজনের শেষকৃত্য করতে এসে তারা দেখতে পান গাছ দুটি বিক্রি করা হয়েছে। গাছ কাটার শ্রমিকদের মাধ্যমে জানতে পারেন, গনেশ বসাক গাছ দুটি বিক্রি করেছেন।


বাজিতপুর এলাকার প্রদীপ বসাক জানান, ব্যবসায়ী গনেশ বসাক গাছ কেটে চরম অন্যায় করেছেন। তবে গাছ কাটার বিষয়ে গনেশ দাবি করেছেন, পরিচালনা কমিটির সভাপতি তাকে অনুমতি দিয়েছেন।


অভিযুক্ত গনেশ বসাক গাছ কাটার কথা স্বীকার করে জানান, ৬ হাজার ৭০০ টাকায় গাছ দুটি তিনি বিক্রি করেছেন। শ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতির মৌখিক অনুমতি নিয়ে গাছ দুটি বিক্রি করা হয়েছে। অনুমতি দেওয়ার বিষয়টি এখন অস্বীকার করা হচ্ছে বলে দাবি করেন তিনি।


গাড়াইল সম্মিলিত মহাশ্মশান ঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনিল সেন জানান, গনেশ পরিচালনা কমিটির কেউ নন। এছাড়া গাছ বিক্রি করার অনুমতি কেউ তাকে দেননি। চার গ্রামের সম্মিলিত শ্মশান ঘাট এটা। গনেশের গ্রামের মানুষ বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন। এ কারণে আইনগত কোন ব্যবস্থা নেওয়া হয়নি।


এ বিষয়ে গাড়াইল সম্মিলিত মহাশ্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি কার্তিক চন্দ্র বসাক জানান, বিষয়টি নিয়ে দুই-একদিনের মধ্যে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের আগে কিছুই বলা যাচ্ছেনা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno