আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ২:২৬

এমপি সোহেল হাজারির বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তদন্তের আদেশ

 

দৃষ্টি নিউজ:

দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর অবশেষে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারির বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা মোখলেছুর রহমানের দায়ের করা প্রাণনাশের হুমকির মামলায় কালিহাতী থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ নভেম্বর) টাঙ্গাইলের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতের বিচারক শামছুল হক অভিযোগটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কালিহাতী থানার ওসি-তদন্তকে নির্দেশ দেন।

মামলার বাদী বাংড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান বলেন, গত ২৭ এপ্রিল সাংসদ সোহেল হাজারির পিএস হিরার মোবাইল ফোন থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেন সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারি। এ ঘটনায় তিনি ৩০ জুন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে একটি মামলা (নং- ২৪৬/২০১৯) দায়ের করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন, জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট বারেক আব্দুল্লাহ, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন. মোনায়েম হোসেন খান ও রকিবুল হোসেন খান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno